আমরা সকলেই জানি যে লাল বলের থেকে গোলাপী বলে ব্য়াট করা একটু বেশি কঠিন। এই কারণেই বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টের আগে নেটে বাড়তি গাম ঝড়াতে দেখা গেল ভারতীয় ব্য়াটসম্যানদের। ব্য়াটিং হোক আর বোলিং সব বিভাগই অনুশীলনে কোনও খামতি রাখেননি। সকলেই নিজেদের সেরাটা উজার করে দিয়েছেন। ছবি সৌঃ বিসিসিআই ট্যুইটার