অভিষেক টেস্টে একাধিক রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন সুন্দর, মন জয় করলেন নেটিজেনদেরও

ব্রিসবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রান তাড়া করতে নেমে এক সময় ভারতের স্কোর ছিল ১৮৬ রানে ৬ উইকেট। সেই সময় বড় রানের লিড নেওয়ার স্বপ্ন দেখছিল অজিরা। কিন্তু রুখে দাঁড়ালেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। ১২৩ রাবের পার্টনারশিপ গড়ে ভারতকে পৌছে দেয় সম্মানজনক টোটালে। ৬৭ রান করেন শার্দুল ও ৬২ রান করেন সুন্দর। এর আগে বল হাতেও ৩টি করে উইকেট নিয়েছেন দুই তরুণ তারকা। এই অনবদ্য ইনিংসের সৌজন্যে ক্রিকেট রেকর্ড বুকে নাম লেখালেন সুন্দর-ঠাকুর' জুটি। তবে অভিষেক টেস্টে অনবদ্য পারফরমেন্স করে একাধিক রকের্ড গড়লেন ওয়াশিংটন সুন্দর। 
 

Sudip Paul | Published : Jan 17, 2021 1:19 PM IST
17
অভিষেক টেস্টে একাধিক রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন সুন্দর, মন জয় করলেন নেটিজেনদেরও

১৯৯১ সালে কপিল দেব এবং মনোজ প্রভাকর সপ্তম উইকেটে করেছিলেন ৫৮ রান। সপ্তম উইকেটে গাব্বায় সেটাই ছিল ভারতের সব চেয়ে বড় পার্টনারশিপ। সেই রেকর্ড রবিবার ভেঙে দিলেন শার্দুল-ওয়াশিংটন। ১২৩ রানের পার্টনারশিপ করেন তারা।
 

27

পার্টনারশিপের রেকর্ড ছাড়া, অভিষেক টেস্টে বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট ও ব্যাট হাতে অর্ধশতরান করে একাধিক রেকর্ড গড়লেন ওয়াশিংটন সুন্দর।
 

37

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টেই অর্ধশতরান করার নজির গড়েলন ভারতের তরুণ বাঁহাতি ব্যাটসম্যান ও অফ স্পিন বোলার।

47

দাত্তু ফাড়করের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে কেরিয়ারের প্রথম টেস্টেই বল হাতে তিন উইকেট নেওয়া এবং অর্ধ-শতরান করার রেকর্ডও গড়লেন ওয়াশিংটন সুন্দর। দাত্তু ফাড়কর এই রেকর্ড গড়েছিলেন ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়া সফরে

57

অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি এবং ৩ বা তার বেশি উইকেট, এমন অনন্য রেকর্ড রয়েছে সারা বিশ্বে মাত্র ১০জন ক্রিকেটারের। সেই তালিকাতেও নাম লেখালেন সুন্দর।

67

অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করা ওয়াশিংটন ভাঙলেন ১১০ বছরের পুরনো রেকর্ড। ১৯১১ সালে ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ফস্টার ছিলেন অস্ট্রেলিয়াতে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক ম্যাচে ৭ নম্বরে নেমে এক ইনিংসে সর্বাধিক রানের মালিক। তিনি করেছিলেন ৫৬ রান। তাঁর রেকর্ড ভেঙে ওয়াশিংটন করলেন ৬২ রান। তালিকায় শীর্ষে চলে এলেন তিনি।
 

77

একইসঙ্গে প্রথম ইনিংসে ব্যাট করার সময় ন্যাথান লায়নকে একটি বিশাল ছক্কা মারেন সুন্দর। কিন্তু অদ্ভূত বিষয় হল বলের দিকে না তাকিয়েই সেই ছক্কা হাকান তিনি। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos