নিজের কেরিয়ারের কথা উল্লেখ করে তার মধ্যে এখনও অনেক খেলা রয়েছে বলে শততম টেস্টে নামার আগে জানিয়ে দিলেন জো রুট। তিনি বলেন,'শেফিল্ডের ছোট ছেলেটা স্বপ্ন দেখত ইংল্যান্ডের জার্সি পরে একটা টেস্ট খেলার, আজ এখানে বসে আছে সে। আশা করব এটাই শেষ নয়। আমার মধ্যে এখনও অনেক খেলা বেঁচে রয়েছে। যতদিন পারব খেলে যেতে চাই।'