বিরাটের মুকুটে নতুন পালক, আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন অনন্য রেকর্ড

Published : Mar 17, 2021, 06:12 PM IST

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রান না পাওয়া, একাধিক শূন্য করায় সমালোচনার মুকে পড়তে হয়েছিল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। টি২০ সিরিজে সমালোচকদের জবাব দিয়ে রানে ফিরেছেন বিরাট। একইসঙ্গে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তৃতীয় টি২০ ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেও আইসিসি ক্রম তালিকায় প্রথম ব্যাটসম্যান হিসেবে এক নয়া রেকর্ডের অধিকারী হলেন বিরাট কোহলি।  

PREV
18
বিরাটের মুকুটে নতুন পালক, আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন অনন্য রেকর্ড

টেস্টি ব্যাটে রানের খরা, দুটি শূন্য ও টি২০ সিরিজের প্রথম ম্যাচে শূন্য করায় সমালোচকরা একহাত নিয়েছিলেন বিরাট কোহলিকে। একইসঙ্গে ভারত অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ১৪টি শূন্য গড়ার লজ্জার নজির গড়েছিলেন বিরাট কোহলি।
 

28

দ্বিতীয় টি২০ ম্যাচে ৭৩ রানের ম্য়াচ উইনিং ইনিংস খেলেছিলেন বিরাট। একইসঙ্গে আন্তর্জাতিক টি২০-তে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান পূর্ণকারী প্রথম ব্যাটসম্যান হয়েছিলেন বিরাট।
 

38

একইসঙ্গে রেকর্ড গড়েছিলেন অধিনায়ক হিসেবে ১২ হাজার রান করারও। রিকি পন্টিং ও গ্রেম স্মিথের সঙ্গে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
 

48

তৃতীয় টি২০ ম্যাচে দল না জিতলেও, ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। পরপর দুটি টি ২০ ম্যাচে দুরন্ত ব্যাটিং করায় আইসিসির টি২০ ব্যাটসম্যানদের ক্রম তালিকায় ৫ নম্বরে উঠে এলেন বিরাট।
 

58

ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ইনিংসে রান পেয়ে ৪৭ পয়েন্ট পান কোহলি। ৭৪৪ পয়েন্ট হয় ভারত অধিনায়কের। টি২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তিনি এখন ৫ নম্বরে। 
 

68

৭৭১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। ৩ নম্বরে থাকা পাকিস্তানের বাবর আজমের পয়েন্ট ৮০১। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের পয়েন্ট ৮৩০, তিনি রয়েছেন ২ নম্বরে এবং শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান, তাঁর পয়েন্ট ৮৯৪।
 

78

একদিনের ক্রিকেট দীর্ঘ দিন ধরে এক নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। টেস্টে ক্রিকেটে একটু অফ ফর্মে থাকলেও প্রথম পাঁচে রয়েছেন বিরাট। তার ব়্যাঙ্ক ৫।
 

88

এবার টি২০ ব্যাটসম্য়ানদের ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে বিরাট। যার ফলে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফর্ম্যাটেই প্রথম পাঁচে জায়গা করে নিলেন ভারত অধিনায়ক। 
 

click me!

Recommended Stories