সূর্যকুমার যাদব-
২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদব ৫৫ বলে ১১৭ রান করেছেন। ৪৮ বলে সেঞ্চুরি করেন তিনি। ভারতীয় দল ২১৬ রানের লক্ষ্য নিয়ে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। কিন্তু একপ্রান্তে দাঁড়িয়ে যোদ্ধার মত একাই লড়ে যান সূর্যকুমার। যদিও ভারত ম্যাচটি ১৭ রানের জন্য পরাজিত হয়, তবে সূর্যকুমারের এই ইনিংসটি সবাইকে মুগ্ধ করেছে। তার এই ইনিংসে সাজানো ছিল ১৪টি চার ও ৬টি ছক্কা।