৪) ৭০-৮০ দশকের ক্রিকেট বিশ্বের সব থেকে ভালো টেস্ট দলের বিরুদ্ধে গাভাসকর এর রেকর্ড অনবদ্য। ৭০-৮০ দশকে ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণ যুগ, সেই সময় তারা তাদের আগুন ঝরানো পেস বোলিং বিভাগ এবং মহান ব্যাটসম্যানদের নিয়ে ক্রিকেট বিশ্ব শাসন করতো। গাভাসকর ছিলেন সেই সময়কার এমন একজন ব্যাটসম্যান যিনি ওয়েস্ট ইন্ডিজ পেস বোলিং বিভাগের বিরুদ্ধে ক্রমাগত রান করে গিয়েছিলেন। গাভাসকর হলেন একমাত্র ব্যাটসম্যান যিনি ওয়েস্ট ইন্ডিজ এর আগুনে পেস বোলিংয়ের বিরুদ্ধে ১৩টি সেঞ্চুরি এর সাথে ২৭৪৯ করেছিলেন।