ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চমক, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

Published : Jul 12, 2022, 02:18 PM IST

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) একদিনের সিরিজ (ODI Series)। পরপর সিরিজ থেকেই দলে বেশ কিছু পরিবর্তন অথবা তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit  Sharma)। সেই মতই মঙ্গলার ভারতীয় দলের প্রথম একদশে  রয়েছে চমক। দেখে নিন টিম ইন্ডিয়ার (Team India) সম্ভাব্য একাদশ (Probable XI)। 

PREV
111
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চমক, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক) - 
টি ২০ সিরিজে ভালো ফর্মে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ইনিংসের শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেননি তিনি। তবে দলের সাফল্যে খুশি তিনি। এবার একদিনের সিরিজে দলকে আরও একবার সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে বড় স্কোর করতে মুখিয়ে রয়েছেন রোহিত।

211

শিখর ধওয়ান- 
বর্তমানে শুধু একিনের সিরিজেই ভারতীয় দলে জায়গা পান অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শিখর ধওয়ান। ইংল্য়ান্ডের বিরুদ্ধেও দলে ফিরছেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি অধিনায়ক। তার আগে ইংল্যান্ড সিরিজে ব্য়াচ হাতে বড় রান চাইছেন গব্বরও।
 

311

শ্রেয়স আইয়র - 
বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের মিডল অর্ডারে জায়গা পাকা শ্রেয়স আইয়রের। টেস্ট ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন কিন্তু বড়া রান পাননি। টি২০ ম্য়াচেও ব্যর্থ হয়েছেন বড় স্কোর করতে। তাই এবার একদিনের সিরিজে রানে ফিরতে মরিয়া তিনি। 
 

411

সূর্যকুমার যাদব - 
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্য়াচে বিধ্বংসী সেঞ্চুরি করে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। এবার একদিনের সিরিজেও নিজের ফর্ম ধরে রেখে দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য ডান হাতি তারকা ব্যাটসম্যানের। যথেষ্ট আত্মবিশ্বাসীও রয়েছেন সূর্যকুমার যাদব। 

511

ঋষভ পন্থ-
ভারতীয় দলে উইকেট রক্ষক ব্যাটসম্য়ান হিসেবে জায়গা নিয়ে কোনও সন্দেহই নেই ঋষভ পন্থের। টি২০ সিরিজে ওপেন করলেও একদিনের সিরিজে নিজের জায়গাতেই খেলবেন পন্থ। তবে ব্যাট হাতে ছন্দে রয়েছেন তিনি। সুযেগ আসলে রান করা বিষয়ে আকত্মবিশ্বাসী তিনি। 
 

611

হার্দিক পান্ডিয়া - 
ভারতীয় দলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অলরাউন্ডার হিসেবে খেলবেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘ দিন পর ভারতীয় একদিনের দলে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া।  ব্য়াটি-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্য়ান্স করার জন্য আত্মবিশ্বাসী তিনি।
 

711

রবীন্দ্র জাদেজা - 
হার্দিক পান্ডিয়া মিডিয়াম পেসার অলরাউন্ডার হলে ভারতীয় দলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলবেন রবীন্দ্র জাদেজা। টেস্ট ও টি২০ ম্য়াচে ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন তিনি। বল হাতেও নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য জাড্ডুর। 

811

যুজবেন্দ্র চাহাল - 
ভারতীয় দলে প্রধান স্পিনার হিসেবে খেলবেন যুজবেন্দ্র চাহল। প্রথম দুটি টি২০ ম্যাচে অনবদ্য বোলিং করেছিলেন তিনি। শেষ ম্য়াচে বিশ্রামে ছিলেন। এার একদিনের সিরিজেও নিজের স্পিনেপ ভেলকি দেখাতে মুখিয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহল। 

911

জসপ্রিত বুমরা - 
টেস্ট ম্য়াচের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে। একদিনের সিরিজে দলে ফিরছেন তিনি। বল হাতে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত বুম বুম। 

1011

মহম্মদ শামি-
একদিনের সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন অপর তারকা পেসার মহম্মদ শামি। লাল বলের পর এবার সাদা বলের ক্রিকেটেও দলকে সাফল্য এনে দিতে মরিয়া ডান হাতি পেসার। 
 

1111

অর্শদীপ সিং - 
এর আগে টি২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছে বাঁ হাতি তরুণ পেসার অর্শদীপ সিং। এবার একদিনের সিরিজেও অভিষেক হওয়ার অপেক্ষায় তিনি। ইংল্য়ান্ডের বিরুদ্ধে এবার একদিনের সিরিজেও বল হাতে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন অর্শদীপ।

click me!

Recommended Stories