তবে জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওক্স, অলি স্টোন , মার্ক উডদের না থাকায় বোলিং লাইনের দায়িত্ব গিয়ে পড়বে 'বুড়ো ঘোড়া' জিমি অ্য়ান্ডারসনের উপর। এই বয়সে লাগাতার তিনটি টেস্ট খেলার ধকল নেওয়াটাও চাপের জিমির কাছে। তবে দলের বিপদের দিনে নিজের সেরাট দিতে মুখিয়ে রয়েছেন অ্যান্ডারসন।