মহম্মদ সিরাজ/উমেশ যাদব/রবিচন্দ্রন অশ্বিন-
ভারতীয় দলের একটি জায়া নিয়ে তিন জন ক্রিকেটারের মধ্যে লড়াই হতে পারে। সেখানে মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে একজন খেলার সম্ভাবনা বেশি। দলে দুজন স্পিনার রাখলে খেলবেন অশ্বিন। দলে চার পেসার নিলে সিরাাজ বা উমেশের মধ্যে একজন খেলবেন।