সুইমিং পুলে নতুন পার্টনারের সঙ্গে বিন্দাস মুডে হার্দিক, ছবি ভাইরাল নেট দুনিয়ায়

ইংল্যান্ডের টেস্ট  দলে সুযোগ হলেও প্রথম একদাশে সুযোগ হয়নি হার্দিক পান্ডিয়ার। খেলার বাইরে পিতৃ বিয়োগের শোক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আর ফিরেই নিজের চেনা বিন্দাস মুডে পাওয়া গেলকে হার্দিককে। সুইমিং পুলে জমিয়ে স্নান করলেন নিজের নতুন পুল পার্টনারের সঙ্গে। যেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়।

Sudip Paul | Published : Feb 22, 2021 8:33 PM
110
সুইমিং পুলে নতুন পার্টনারের সঙ্গে বিন্দাস মুডে হার্দিক, ছবি ভাইরাল নেট দুনিয়ায়
ছেলে অগস্ত্যকে হার্দিককে খুবই ভালোবাসেন হার্দিক পান্ডিয়া। সেই ছেলেকে নিয়েই সুইমিং পুলে মাতলেন ভারতীয় তারকা।
210
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি হার্দিক। ছবির নীচে ভারতীয় অলরাউন্ডার লেখেন, 'ড্যাডিস বয়' অর্থাৎ ‘বাপের ব্যাটা’।
310
হার্দিকের শেয়ার করা ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। সকলেই খুবই পছন্দ করেন বাবা ও ছেলের জলকেলি।
410

তবে শুধু অগস্ত্য ও হার্দিক পান্ডিয়াও নয়, সঙ্গে ছিলেন তার স্ত্রী সার্বিয়ান অভিনেত্রী নতাসা স্তানোকোভিচ। 
 

510

এর আগেও একবার পরিবারের সঙ্গে পুল সেশনের ছবি শেয়ার করেছিলেন হার্দিক পান্ডিয়া।
 

610

এর আগে হার্দিক -নাতাশার পুত্র অগ্যস্তের প্রথম পুল সেশনের সময় খুবই উচ্ছ্বিত ছিলেন হার্দিক ও নতাসা।
 

710

বাবা-মা দুজনেই ছেলেকে নিয়ে এবং ছেলেকে ছাড়া দেদার ফটোশ্যুট করেছেন। যা মন জয় করেছে নেটিজেনদের।
 

810
পুলে নতাসার সেক্সি টোনড ফিগারে বিকিনি পড়া ছবি ঝড়ে গতিতে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
910

ছেলেকে নিয়ে পুলে খেলা করার সময় তিন জনের ছবিও  শেয়ার করেছিলেন হার্দিক।

1010

স্ত্রী নতাসা স্তানোকভিচের সঙ্গেও রোমান্টিক মুডে পাওয়া গিয়েছিল ভারতীয় ক্রিকেট তারকাকে। তবে এবার ছেলের সঙ্গে হার্দিকের ছবি নেটিজেনদের অন্যরকম আনন্দ দান করেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos