একমাত্র ভারতীয় পেসার হিসেবে ১০০ টেস্ট খেলার নজির রয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দেশের হয়ে ১৩১ টেস্ট খেলেছেন কপিল৷
তারপর এবার দ্বিতীয় ভারতীয় পেসার হিসেব সেই মাইলস্টোন গড়তে চলেছেন ইশান্ত শর্মা। টি-২০ যুগে একশো টেস্ট খেলা যে কোনও ফার্স্ট বোলারের জন্যই কঠিন৷ বিশেষ করে ভারতের হয়ে৷ যেখানে টেস্টের থেকে সীমিত ওভারের ক্রিকেট বেশি খেলে টিম ইন্ডিয়া৷
এই মুহূর্তে বিশ্বের দুই ফার্স্ট বোলার শততম টেস্টের গণ্ডি পার করে খেলে চলেছেন৷ এঁরা দু’জনেই ইংল্যান্ডের৷ জেমস অ্যান্ডারসন (১৫৮) ও স্টুয়ার্ট ব্রডের (১৪৫) সঙ্গে বুধবার এলিট ক্লাবে নাম লেখাতে চলেছেন ইশান্ত৷
চেন্নাই টেস্টে কেরিয়ারের ৩০০ তম টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ইশান্ত শর্মা। এবার একশোতম টেস্ট তাও আবার পিঙ্ক বল টেস্টকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে রয়েছেন ইশান্ত।
২০০৭ সালে মাত্র ১৯ বছর বয়সেই টেস্ট অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন বর্তনানে ভারতের তারকা পেসার।
মাইলস্টোন ম্যাচে নামার দু’দিন আগে ইশান্ত বলেন, ‘১৪ বছরের কেরিয়ারের পর তুমি খেলে যাচ্ছ৷ তার মানে তোমার নামের পাশে একটি মাইলস্টোন থাকতে পারে না৷ প্রত্যেক ক্রীড়াবিদের উত্থান-পতন থাকে৷ আমার জীবনেও সেটা হয়েছে৷ তবে ১০০ তম টেস্ট খেলেত নামার অনুভূতিই আলাদা৷'
এছাড়া তার প্রাক্তন সতীর্থ জাহির খানের প্রশংসা করেন ইশান্ত। বলেন,'জাহির খানের কাছ থেকে প্রচুর শিখেছি৷ ওর কাছ থেকে ওয়ার্ক এথিক্স শিখেছি৷ দলের প্রত্যেককে বলি, খেলে যেতে হলে ফিটনেসে নজর জিতে হবে৷ তাহলে পুরস্কার পাবে৷’
বর্তমানে ৯৯ টেস্ট ম্যাচ খেলে ৩০২টি উইকেট পেয়েছেন ভারতীয় পেসার। বুধবার থেকে শুরু হওয়া শততম টেস্টে নিজের সেরাটা দিয়ে তা স্মরণীয় করে রাখতে চান ইশান্ত।