ইংল্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন বুমরা, ভাঙলেন সচিন, শ্রীনাথদের রেকর্ড

Published : Feb 05, 2021, 02:58 PM ISTUpdated : Feb 05, 2021, 02:59 PM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে চোটের কারণে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। যা নিয়ে আক্ষপ ছিল ভারতীয় পেসারের। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চোট সারিয়ে প্রত্যাবর্তন হল বুমরার। আর মাঠে নেমেই অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় তারকা পেসার। পেছনে ফেললেন সচিন, শ্রীনাথদের।

PREV
17
ইংল্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন বুমরা, ভাঙলেন সচিন, শ্রীনাথদের রেকর্ড

ইংল্য়ান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের মাটিতে একটিও টেস্ট খেলেননি জসপ্রীত বমরা। এই প্রথম দেশের মাটিতে টেস্ট ম্য়াচ খেলছেব তিনি।
 

27

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ঘটে বুমরার। এরপর ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে শুরু করে একাধিক দেশে টেস্ট খেলেছেন বুমরা।
 

37

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ১৭টি টেস্ট খেলে ফেলেছেন জসপ্রীত বুমরা। তবে সব কটি ম্যাচই খেলেছিলেন বিদেশের মাটিতে।
 

47

বুমরার আগে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ম্যাচ বিদেশের খেলে দেশের মাটিতে খেলতে নেমেছিলেন জভাগল শ্রীনাথ। ১২টি টেস্ট বিদেশের মাটিতে খেলে তারপর দেশে টেস্ট খেলেছিলেন শ্রীনাথ।
 

57

আরপি সিংহ বিদেশের মাটিতে ১১টি টেস্ট খেলার পর সুযোগ পেয়েছিলেন দেশের মাটিতে খেলার। তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকরও। তিনি বিদেশের মাটিতে ১০টি টেস্ট খেলেছিলেন দেশের মাঠে খেলার আগে।
 

67

একসময় বুমরার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টেস্ট ক্রিকেটে কতটা সফল হতে পারবেন তা নিয়েও উটেছিল প্রশ্ন।

77

তবে নিজেকে প্রমাণ করেছেন বুমরা। দীর্ঘ দিন ধরে দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা ছিল জসপ্রীত বুমরার। অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়ায় খুশি ভারতীয় তারকা পেসার।
 

click me!

Recommended Stories