মোতেয়ার ভারত-ইংল্যান্ডের গোলাপী বলের যুদ্ধ, দেখে নিন দিন-রাতের টেস্টে দুই দলের ইতিহাস

বুধবার থেকে নবনির্মিত মোতেরাতে শুরু হচ্ছে ভারত-ইমংল্যান্ড পিঙ্ক বল টেস্ট। ভারতের মাটিতে এটি দ্বিতীয় দিন-রাতের টেস্ট আয়োজিত হতে চলেছে। ভারত-ইংল্যান্ড দুই দলেরই গোলাপী বলে খেলার অভিজ্ঞতা রয়েছে। মোতেরাতে ঐতিহাসিক ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক পিঙ্ক বল টেস্টে দুই দেশের পরিসংখ্যান।

Sudip Paul | Published : Feb 24, 2021 6:55 AM IST

112
মোতেয়ার ভারত-ইংল্যান্ডের গোলাপী বলের যুদ্ধ, দেখে নিন দিন-রাতের টেস্টে দুই দলের ইতিহাস

বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে বুধবার থেকে গোলাপী বলের যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড।
 

212

এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মোট ১৫টি দিনরাতের গোলাপী বলের টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। 
 

312

পরিংখ্যান বলছে টস খুব একটা ফ্যাক্টার নয় পিঙ্ক বল টেস্টে। কারণ ১৫টির মধ্যে ৮ বার টস জয়ী দল জয় পেয়েছে আর ৭ বার টস হেরেও জয় পেয়েছে অপর দল।
 

412

ভারতীয় দল আধুনিক ক্রিকেটের এই নবতম সংযোজন পিঙ্ক বল টেস্ট দুটি খেলেছে। একটি দেশের মাঠে ও অপরটি বিদেশের মাঠে।
 

512

২০১৯ সালে ঘরের মাটিতে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারায় ভারত।

612

২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট খেলে ভারতীয় দল। সেই ম্যাচে ৮ উইকেটে হারতে হয় কোহিল ব্রিগেডকে।
 

712

অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার ইতিহাস গড়ে  ভারতীয় দল। যদিও সিরিজে দুরন্তভাবে কামব্যাক করে ২-১ ব্যবধানে সিরিজে জেতে ভারতীয় দল।
 

812

অপরদিকে, ইংল্যান্ড দল এখনও পর্যন্ত তিনটি পিঙ্ক বল টেস্ট খেলেছে৷ এর মধ্যে দু’টি হেরেছে এবং একটি জিতেছে ব্রিটিশ লায়ন্সরা।
 

912

ইংল্যান্ড প্রথম ডে-নাইট টেস্ট খেলে ২০১৭ সালে বার্মিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ ইনিংস ও ২০৯ রানে জেতে ইংল্যান্ড৷
 

1012

ইংল্যান্ড দ্বিতীয় পিঙ্ক বল টেস্টটি খেলে ২০১৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এই টেস্ট হারে রুটবাহিনী৷
 

1112

তৃতীয় পিঙ্ক বল টেস্টটি খেলে ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ ইংনিস ও ৪৯ রানে হারে ইংল্যান্ড৷
 

1212

এবার মোতেরায় আরও এটি পিঙ্ক বল টেস্ট ঘিরে চড়ছে উন্মদনা পারদ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাইয়ের জন্যও এই ম্য়াচ খুবই গুরুত্বপূর্ণ। তাই ম্য়াচ জিততে মরিয়া দুই দল। 


 

Share this Photo Gallery
click me!
Recommended Photos