নিজের বক্তব্যের সমর্থনে আরও একটি ট্যুইটে আজহার লেখেন,'ভারতীয়দের মধ্যে এ ভাবে সাফল্য পাওয়া ব্যাটসম্যানেদের মধ্যে রয়েছেন সুনীল গাওস্কর, মহিন্দর অমরনাথ, দিলীপ বেঙ্গসরকরেরা। সফররত ক্রিকেটারদের মধ্যে অতীতে সফল হতে দেখেছি স্যর ভিভিয়ান রিচার্ডস, মাইক গ্যাটিং, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েড ও আরও অনেককেই।'