চিপকে দুরন্ত অশ্বিন, একের পর এক রেকর্ড গড়লেন তারকা অফ স্পিনার

চেন্নাই দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৩২৯ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। ৫ উইকেট নিয়ে জো রুটের দলের ইনিংসের কোমড় ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে-তে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় তারকা অফস্পিনার। জানা যাক অশ্বিনের ঝুলিতে গেল কোন কোন রেকর্ড।
 

Sudip Paul | Published : Feb 14, 2021 4:54 PM IST
17
চিপকে দুরন্ত অশ্বিন, একের পর এক রেকর্ড গড়লেন তারকা অফ স্পিনার

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসকে তাসের ঘরের মত একাই ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
 

27

একইসঙ্গে ঘরের মাঠে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। চিপকে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বেন স্টোকসকে ফিরিয়ে দেশের মাটিতে ২৬৬ উইকেটের মালিক হলেন এই অফ-স্পিনার। একইসঙ্গে স্টোকসকে আউট করে হরভজন সিংহকেও ছাড়িয়ে গেলেন অশ্বিন।
 

37

ঘরের মাঠে ৫৫ টেস্টে ২৬৫ উইকেট নিয়েছেন হরভজন সিং। সেখানে ২৬৬ উইকেট নিতে অশ্বিন নিলেন মাত্র ৪৫ টেস্ট। তবে ঘরের মাঠে সর্বাধিক ৬৩ ম্যাচে ৩৫০ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে।

47

শুধু হরভজনের রেকর্ড ভাঙাই নয়, টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ বার বাঁহাতি ব্যাটসম্যানদের আউট করার বিরল নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে এই নজির গড়েন তিনি।
 

57

ঘরের মাঠে ২৩ বার ৫ উইকেট নিয়েও একটি নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ছাড়িয়ে গেলেন প্রতিপক্ষের কিংবদন্তী বোলার জেমস অ্যান্ডারসনকে। 

67

এর আগে ঘরের মাঠে  ৮৯ টেস্টে ২২ বার ৫ উইকেট নেওয়ার নজির ছিল জেমস অ্যান্ডারসনের। ভারতীয় অফ স্পিনার সেখানে ৪৫ টেস্টে ২৩ বার ৫ উইকেট নিয়ে টপকে গেলেন জিমিকে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মুরলীধরন। ঘরের মাঠে ৪৫ বার ৫ উইকেট নিয়েছেন তিনি।
 

77

ঘরের মাঠে সর্বাধিক ৫ উইকেট নেওয়ার এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলেরও। তিনি মোট ২৫ বার ঘরের মাঠে ৫ উইকেট নিয়েছেন। ফলে অশ্বিন যেই ফর্মে রয়েছেন তাতে ভারতীয় স্পিনারের কাছে সুযোগ রয়েছে কুম্বলেকে টপকে যাওয়ার।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos