মোতেরা পিঙ্ক বল টেস্টে হাজির মোদী-অমিত শাহ, সৌরভের অনুপস্থিতে বাড়ল জল্পনা

বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পিঙ্ক বল টেস্ট। নবনির্মিত এই বিশ্বমানের স্টেডিয়ামে ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। তবে উৎসবের আবহে একটু হলেও তাল কাটল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ায়ের ট্য়ুইটে।
 

Sudip Paul | Published : Feb 24, 2021 8:06 AM IST / Updated: Feb 24 2021, 01:38 PM IST

19
মোতেরা পিঙ্ক বল টেস্টে হাজির মোদী-অমিত শাহ, সৌরভের অনুপস্থিতে বাড়ল জল্পনা

জানুয়ারি মাসে হৃদরোগের কারমে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার হার্টে দু দফায় তিনটি স্টেন্ট বসানে হয়।

29

দ্বিতীয়বার হাসপাতাল থেকে ফেরার পর বিসিসিআ প্রেসিডেন্টকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাড়িতে থেকেই কাজ কর্ম সামলাচ্ছিলেন সৌরভ।
 

39

কিন্তু সরস্বতী পুজোর  স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের অনুষ্ঠানে এসে সৌরভ জানিয়েছিলেন, তিনি আমদাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিন-রাতের টেস্ট ম্যাচ দেখতে যাবেন।

49

কিন্তু ম্যাচের দিন সকালে সৌরভ ট্যুইট করে জানিয়ে দিলেন মোতেরাতে যেতে পারছেন না তিনি। মোতেরার ঐতিহাসিক মুহূর্তকে যে তিনি মিস করবেন তাও জানিয়েছে বিসিসিআই সভাপতি।
 

59
ট্যুইটে তিনি লেখেন, 'আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।'
69
এপর একটি ট্যুইটে বিসিসিআই সচিব জয় শাহকেও ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। তিনি লেখেন,'গুজরাট এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী এবং সদস্যরা আজ গর্ব বোধ করছেন। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আজকের জন্য শুভেচ্ছা।'
79

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বার্তার প্রতিক্রিয়াও দিয়েছেন জয় শাহ। তিনি জানিয়েছেন,'ধন্যবাদ সৌরভ ভাই। তোমাকে মিস করব।' 
 

89
আজ মোতেরার স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিসিসআই সচিব জয় শাহ সহ অন্য়ান্য বিসিসিআই কর্তারা।
99
তবে মোতেরায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিত উৎসবের আবহে কিছুটা হলেও খামতি তৈরি করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Share this Photo Gallery
click me!
Recommended Photos