অনুষ্কার সঙ্গে একান্তে লর্ডস জয় উদযাপন বিরাট কোহলির, নেট দুনিয়ায় ঝড় তুলল সেই ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ঐতিহাসিক জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টে শুরুর আগে কিছুটা ফেস্টিভ মুডে রয়েছেন দলের ক্রিকেটাররা। বাদ যাননি ভারত অধিনায়ক বিরাট কোহলিও। দলের সঙ্গে এই জয় সেলিব্রেট করার পাশাপাশি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ব্য।ক্তিগতভাবে এই জয় উদযাপন করেছেন বিরাট। সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়।
 

Sudip Paul | Published : Aug 19, 2021 9:54 AM IST / Updated: Aug 19 2021, 04:49 PM IST
110
অনুষ্কার সঙ্গে একান্তে লর্ডস জয় উদযাপন বিরাট কোহলির, নেট দুনিয়ায় ঝড় তুলল সেই ছবি
প্রথম টেস্টে বৃষ্টির কারণে জয় হাতছাড়া হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। দ্বিতীয় টেস্টে লর্ডসে রুদ্ধশ্বাস ম্যাচে জো রুটের দলকে ১৫১ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বিরাট কোহলির দল।
210
লর্ডসে দুরন্ত জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের তাদের নিজস্ব স্টাইলে এই জয় উপভোগ করতে দেখা যায়। ভারতীয় ক্রিকেটারদের উল্লাসের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
310
স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে লর্ডস টেস্ট জয় উপভোগ করেছেন বিরাট কোহলি। বিরুষ্কা বুধবার লন্ডনের টেন্ড্রিল রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
410
লাঞ্চে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও তার স্ত্রীকে চিনতে ভুল করেননি রেস্তোরাঁর কর্মীরা। শেফের সঙ্গে ছবি তোলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা ও ভারত অধিনায়ক বিরাট।
510
সেই রেস্তোরাঁর ইনস্টাগ্রামে বিরুস্কা ও শেফের ছবি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বিরাট ও অনুস্কা মধ্যাহ্নভোজ করতে এসেছিলেন। আমরা গর্বিত।’
610
বিরাট-অনুষ্কা ওই রেঁস্তোরায় একটি চমৎকার মধ্যাহ্নভোজ উপভোগ করেছেন এবং হোটেলের কর্মীদের সাথে একাধিক ছবি তুলেছেন ও সেগুলি শেয়ার করা হয়েছে।
710
রেঁস্তোরার খাবারও খুবই পছন্দ হয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। বলি অভিনেত্রী তার ইন্সটা স্টোরিতে টেন্ড্রিল রেস্টুরেন্টের প্রশংসা করে একটি পোস্টও শেয়ার করেছেন এবং লিখেছেন যে 'সেরা নিরামিষ খাবার।'
810
এর আগে লর্ডস টেস্টে ভারতের রোমাঞ্চকর জয় উপভোগ করেছেন অনুষ্কা শর্মা। ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে সঙ্গে ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন অনুষ্কা।
910
তবে লর্ডস টেস্টে জয়ে বিরাট কোহলির অধিনায়কত্বের প্রশংসা হলেও, ব্যাটসম্যান বিরাট কোহলি কিন্তু একেবারেই ছন্দে নেই। প্রথম ইনিংসে করেছিলেন ৪২ ও দ্বিতীয় ইনিংসে ২০। যা নিয়ে সমালোচনাও কম হয়নি।
1010
২৫ অগাস্ট থেকে হেডিংলি অর্থাৎ লিডসে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টে নিজেদের দূরন্ত ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। বিরাটের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় ভক্তরা।
Share this Photo Gallery
click me!

Latest Videos