টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ঘোষিত বিরাটদের প্রথম একাদশ, জেনে নিন কারা জায়গা পেলেন দলে

Published : Jun 17, 2021, 09:57 PM ISTUpdated : Jun 17, 2021, 09:59 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি হতে চলেছে ভারতীয় দলের প্রথম  একাদশ। তা নিয়ে চলছিল নানা জল্পনা। ৩ পেসার না ৪ পেসার, এক স্পিনার না দুই স্পিনার, ৭ ব্যাটসম্যান ৪ বোলার না ৬ ব্য়াটসম্যান ৫ বোলার, এই সব কিছু নিয়েই চলছিল বিশ্লেষণ। অবশেষে ম্য়াচের আগের দিনই ভারতীয় দলের প্রথম একাদশ। এক ঝলকে দেখে নিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ।  

PREV
111
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ঘোষিত বিরাটদের প্রথম একাদশ, জেনে নিন কারা জায়গা পেলেন দলে

রোহিত শর্মা-
ভারতীয় দলের ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। হিটম্যানের অভিজ্ঞতা ও বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
 

211

শুভমান গিল-
অস্ট্রেলিয়া সফরে দুরন্ত ব্যাটিংয়ের ফলস্বরূপ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন শুভমান গিল।

311

চেতেশ্বর পুজারা-
বরাবরের মত ভারতীয় দলের মিডল অর্ডারের প্রধান স্তম্ভ হিসেবে দায়িত্ব সামলাবেন চেতেশ্বর পুজারা। রোজ বোলের পেস সহায়ক উইকেটে পুজারা বড় ভরসা।

 

411

বিরাট কোহলি-
অধিনায়কত্বের দায়িত্ব তো রয়েছেই, তার সঙ্গে মিডল অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্বও থাকছে বিরাট কোহলির উপর। টেস্টে ক্রিকেট রানে ফিরতে মরিয়া বিরাট। 

511

অজিঙ্কে রাহানে-
অস্ট্রেলিয়ায় রাহানের নেতৃত্বে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বিরাটের ডেপুটির দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন রাহানে।

611

ঋষভ পন্থ-
ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যানের দায়িত্ব সাম লাবেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখাই লক্ষ্য পন্থের।

711

রবীন্দ্র জাদেজা-
দলে স্পিনার  অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রবীন্দ্র জাদেজা। জাড্ডুর অলরাউন্ড পারফরমেন্সের উপর তাকিয়ে থাকবে দল।
 

811

রবিচন্দ্রন অশ্বিন-
দলে স্পিন অ্য়াটাকের সরা অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া সফর থেকে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। দুরন্ত ফর্মে রয়েছেন তারকা অফ স্পিনার। প্রয়োজনে ব্যাট হাতও রান পেয়েছে অশ্বিন।
 

911

মহম্মদ শামি-
মহম্মদ শামির পেস ও সুইং ইংল্যান্ডের উইকেটে বড় ভরসা হতে চলেছে টিম ইন্ডিয়ার। চোট সারিয়ে ফিরেই ফাইনালে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন শামি।
 

1011

জসপ্রীত বুমরা-
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে ভারতীয় টেস্ট দলে কামব্যাক করছেন জসপ্রীত বুমরাও। বুমরার পেস, সুইং, ইয়র্কার শক্তি টিম ইন্ডিয়ার।
 

1111

ইশান্ত শর্মা-
প্রথম একাদশে জায়গা পেয়েছেন ইশান্ত শর্মা। ইংল্যান্ডের উইকেটে ইশান্ত শর্মার পেস ও বাউন্স সমস্যায় ফেলতে পারে বিপক্ষকে। 
 

click me!

Recommended Stories