মেগা ফাইনালের আগে সৌরভের 'লাস্ট মিনিট সাজেশন', বিরাটকে কী টিপস দিলেন দাদা

আর কিছু সময়ের অপক্ষা। তারপরই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। ভারত-নিউজিল্যান্ডের মহারণ নিয়ে বিশ্ব জুড়ে ক্রিকেট বিশেষজ্ঞরা তাদের মতামত দিয়েছেন। এবার ম্যাচের আগে 'লাস্ট মিনিট সাজেশন'-এর মত বিরাট কোহলির দলকে টিপস দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। 

Sudip Paul | Published : Jun 18, 2021 1:02 PM
110
মেগা ফাইনালের আগে সৌরভের 'লাস্ট মিনিট সাজেশন', বিরাটকে কী টিপস দিলেন দাদা

ম্য়াচের আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেগা ফাইনালের আগে ইংল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট সিরিজের হারানোর সুবিধা কিছুটা কিউইরা পাবে বলেই মত বিসিসিআই প্রেসিডেন্টের।
 

210

সৌরভ বলেছেন,'ম্যাচটা যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড দারুণ ছন্দে রয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর মত কঠিন কাজটা তারা করে দেখিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট খেলা এবং জেতা তাদের কিছুটা সুবিধা দেবে।'
 

310

তবে বিরাট কোহলির দল এমন অকেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেক্ষেত্রে লড়াই কঠিন হলেও, ট্রফি আসবে বলে আশাবাদী সৌরভ।
 

410

ফাইনালে টস একটা বড় ভূমিকা নেবে বলে জানিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত বড় ম্যাচে সব সময় প্রথমে ব্যাট করে জিতেছে। তাই বিরাটকে সৌরভ টসে জিতে ব্যাটিং নেওয়ার সাজেশন দিয়েছেন। বড় রাবের লক্ষ্য তৈরি করে নিউজিল্যান্ডকে চাপে রাখতেই এমন পরামর্শ সৌরভের।
 

510

সৌরভ বলেছেন,'যদি আমরা আমাদের রেকর্ড বইটা দেখি তাহলে বিদেশের পারফরমেন্স বিচার করলে দেখতে পাব, প্রথম ব্যাট করে আমরা সব সময় জিতেছি। এটা তোমার পছন্দের উপর নির্ভর করে, তুমি কি চাপের মুখে পড়তে চাও, নাকি চতুর্থ ইনিংসের জন্য অপেক্ষা করতে চাও।'
 

610

এমনকী টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি রোজ বোলের উইকেটে কত রান করলে সুবিধাজনক জায়গায় থাকবে ভারতীয় দল তাও বলেছেন সৌরভ। ৩৫০-৪০০ রান করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
 

710

বিদেশের মাটিতে ওপেনিং জুটির সাফল্যের উপর অনেক কিছু নির্ভর করে বলে জানিয়েছেন সৌরভ। ওপেনিং সমস্যার কারণে বেশিরভাগ সময় ব্যর্থ হয়ে ভারতীয় দল। তবে রোহিত শর্মা ও শুভমান গিলের উপর ভরসা রাখছেন বিসিসিআই প্রোসিডেন্ট।
 

810

সৌরভের মতে,'দেশের মাটিতে বিভিন্ন সময় ওপেনার সমস্যায় ভুগতে হয়েছে ভারতকে। তবে শুভমান ও রোহিত নতুন বল ভাল করে খেলে দিতে পারলে বাকিদের পক্ষে সহজ হবে। তবে ইংল্যান্ডে বল পুরনো হতে সময় লাগে।'
 

910

ভারতীয় দলের বোলিং নিয়েও আশাবাদী সৌরভ। তিনি বলেন, ‘‘মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মারা, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনরা যে কোনও পরিস্থিতিতে ২০ উইকেট নিতে পারে।
 

1010

শেষ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,'ইংল্যান্ডের মাটিতে খেলতে গেলে সবসময়ই চাপে থাকতে হয়। সেই চাপ নিয়ে খেলতে পারলেই জয় পাওয়া যায়।'  পাশাপাশি ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos