কোন রণনীতিতে ষষ্ঠ দিনে কিউই বধ করার পরিকল্পনা করছে ভারত, জানালেন মহম্মদ শামি

পঞ্চম দিনে দুরন্ত বোলিং করে ভারতীয় পেসাররা। যদিও উইলিয়ামসন, সাউদি, জেমিসনদের লড়াইয়ে লিড পায় নিউজল্য়ান্ড। দিনের শেষে রোহিত-গিলের উইকেটে হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে কী হতে চলেছে ভারতীয় দলের রিজার্ব ডে-র রণনীতি তা জানালেন মহম্মদ শামি।
 

Sudip Paul | Published : Jun 23, 2021 8:34 AM IST

110
কোন রণনীতিতে ষষ্ঠ দিনে কিউই বধ করার পরিকল্পনা করছে ভারত, জানালেন মহম্মদ শামি

পঞ্চম দিনে প্রথম সেশনে দুরন্ত বোলিং করে ভারতীয় পেসাররা। তিন উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিল কিউইদের। ইশান্ত শর্মা ও মহম্মদ শামি অনবদ্য বোলিং করেন।

210

কিন্তু দ্বিতীয় সেশনে কেন উইলিয়ামসন , টিম সাউদি ও কাইল জেমিসনের অনবদ্য লড়াইয়ে ভারতের ২১৭ রান টপকে যায় নিউজিল্যান্ড। ২৪৯ রানে শেষ হয় কিউইদের ইনিংস।
 

310

৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মা ও শুভমান গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের শেষে ভারতের স্কোর ৬৪ রানে ২ উইকেট। ক্রিজে রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মা।
 

410

এই পরিস্থিতিতে ষষ্ঠ দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে কী হতে চলেছে ভারতীয় দলের রণনীতি, কীভাবে ম্যাচ জিততে পারে টিম ইন্ডিয়া সেই সম্পর্কে আভা দিলেন মহম্মদ শামি।

510

সাংবাদিক বৈঠকে মহম্মদ শামি বলেন, বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই কত রান করে ছাড়া উচিত, সেই নিয়ে কথা হয়নি। সবে আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। যত রান করা সম্ভব, করতে হবে।
 

610

এছাড়াও ম্য়াচ জয়ের জন্য ষষ্ঠ দিনের শুরুতেই ভারতীয় দল যে আক্রমণাত্মক হয়ে মাঠে নামবে না, সে কথাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন ভারতীয় পেসার। নিরাপদ রান করে জয়ের জন্য ঝাপানোটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন তিনি।
 

710

মহম্মদ শামি বলেন,ইংল্যান্ডে যে কোনও সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। সেই অনুযায়ী খেলতে হবে আমাদের। জয়ের জন্য ওদের ১০ উইকেট নিতে হবে আমাদের। তার আগে লড়াইয়ের মতো রান দরকার আমাদের। 
 

810

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেন মহম্মদ শামি। সর্বোচ্চ ৪ উইকেট নেন ভারতীয় বোলিং লাইনআপে। শামির আগুনে বোলিং প্রশংসা করেন সকলেই।

910

নিজের সাফল্য নিয়ে শামি বলেন,টেস্ট ম্যাচে একই পরিকল্পনা নিয়ে পাঁচ দিন খেলা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী ছক বদলাতেই হয়। নিউজিল্যান্ডের রান আটকানো সেই সময় গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই অনুযায়ী বল করেছি, যা চাপ তৈরি করে দেয় ওদের ব্যাটসম্যানদের ওপর। তাতেই উইকেট এসেছে।

1010

ফলে শামির কথা থেকে এটুকি পরিস্কার যে তাড়াহুড়ো করে উইকেট খুইয়ে চাপে পড়ার থেকে নিরাপদ টোটাল তুলে, তারপর বোলিংয়ে নিউজিল্যান্ডকে অল আউট করার চেষ্টা করা হবে। 
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos