Ind vs Nz: নেই বিরাট-রোহিত-রাহুল, দেখে নিন প্রথম টেস্টে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

কানপুরের (Kanpur) গ্রিন পার্ক স্টেডিয়ামে (Green Park Stadium) নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্ট নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল(Indian Cricket Team)। দলের একাধিক অভিজ্ঞ প্লেয়ার চোট ও বিশ্রামে থাকায় প্রথম টেস্টে ভারতীয় দলের (Indian Team)দেখা যেতে পারে একাধিক তরুণ প্লেয়ার ও অভিজ্ঞতারর মিশ্রণ। দেখে নিন প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার (team India) সম্ভাব্য় একাদশ (Probable 11) ।
 

Sudip Paul | Published : Nov 24, 2021 3:06 PM / Updated: Nov 24 2021, 03:09 PM IST
111
Ind vs Nz: নেই বিরাট-রোহিত-রাহুল, দেখে নিন প্রথম টেস্টে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ

শুবমান  গিল-
নিউজিল্যান্ডের বিরদ্ধে ওপেনিংয়ে ফিরতে চলেছেন তরুণ ডান হাতি ব্যাটসম্যান শুবমান গিল। ইংল্যান্ড সফরে চোটের  কারণে দেশে ফিরতে  হয়েছিল তাকে। চোট সারিয়ে দলে ফিরে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন কেকেআর তারকা।
 

211

মায়াঙ্ক আগরওয়াল-
দীর্ঘ দিন পর ভারতীয় টেস্ট দলে ফিরছেন মায়াঙ্ক  আগরওয়াল। মাঝে ধারাবাহিকতার অভাবে দলের বাইরে যেতে হয়েছিল তাকে। অনেক সময় স্কোয়াডে  থাকলেও জায়গা হয়নি প্রথম একাদশে। কিন্তু নিউজিল্য়ান্ডে বিরুদ্ধে গিলের সঙ্গে আগরওয়াল জুটি পাকা  ধরাই যেতে পারে। 

311

চেতেশ্বর পুজারা-
ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের স্তম্ভ তিনি। প্রথম টেস্টে সামলাবেন সহ অধিনায়কত্বের দায়িত্বও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বড় রান না পেলেও কয়েকটি উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন। ঘরের মাঠে বড় রান করাই লক্ষ্য চেতেশ্বর পুজারার।
 

411

অজিঙ্কে রাহানে-
প্রথম টেস্টে ভারতীয় দলে বিরাট কোহলি না থাকায় অধিনায়ককত্বের দায়িত্বব সামলাবেন অজিঙ্কে রাহানে।  কিন্তু দীর্ঘ দিন ধরে রানে মধ্যে নেই 'জিঙ্কস'। ইংল্যন্ড  সফররেও  রানের খরা অব্যাহত ছিল রাহানের। এবার ঘরের মাঠে রানে  ফিরতে মরিয়া রাহানে।
 

511

শ্রেয়স আইয়র-
ভারতীয়  দলের হয়ে সাদা বলের ক্রিকেটে দীর্ঘ দিন ধরে করলেও, লাল বলের ক্রিকেট এখনও অভিষেক হয়নি শ্রেয়স আইয়রের। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হতে চলেছে  আইয়ররের। অভিষেক  টেস্টে  নিজের ছাপ ছাড়ার লক্ষ্যে শ্রেয়স।  

611

ঋদ্ধিমান সাহা-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। ফলে সেই জায়গায়  প্রথম একাদশে ঋদ্ধিমান সাহার খেলার সম্ভাবনা একশো শতাংশ  তা বলা যেতেই পারে। দলে দ্বিতীয় কিপার হিসেবে রয়েছে  এসকে  ভরতও।  
 

711

রবীন্দ্র জাদোজা-
ভারতের উইকেটে টেস্ট সিরিজে দলের ফুল প্যাকেজ বলতে গেলে রবীন্দ্র জাদেজার নাম সবার আগে উঠে আসে। ব্যাটিং,বোলিং, ফিল্ডিংয় সব বিভাগেই  অনবদ্য তিনি। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম একাদশে জাড্ডুর জায়গা পাকা।

811

রবিচন্দ্রন অশ্বিন-
ইংল্যান্ডের মাটিতে টেস্ট দলে অশ্বিন থাকলেও তাকে না খেলানো নিয়ে কম বিতর্ক হয়নি।  তবে ভারতের স্পিন সহায়ক উইকেটে দলের অন্যতম সেরা ম্যাচ উইনারকে নিশ্চই দলের বাইরে রাখতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। ফলে অশ্বিনের জায়গা পাকা।
 

911

অক্ষর প্যাটেল-
ঘরের মাঠে উইকেট স্পিন সহায়ক হলে সেখানে ৩ স্পিনার নিয়ে অতীতে খেলেছে ভারতীয় দল। সেখানে  অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ডের বিরদ্ধে ঘরের মাছে অভিষেক সিরিজেও দুরন্ত বোলিং করেছিলেন  অক্ষর। সুযোগ পেলে আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন রয়েছেন অক্ষর প্যাটেল।
 

1011

মহম্মদ সিরাজ-
ঘরের মাঠে  ৩ স্পিনার খেললে ২ পেসার নিয়ে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে  মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা বেশি। নিজের সীমিত টেস্ট কেরিয়ারে  যখনই  সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। এবার ফের একবার ভালো পারফর্ম করাই লক্ষ্য সিরাজের।

1111

ইশান্ত শর্মা-
দলের দ্বিতীয় পেসার হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সম্ভাবনা সবথেকে বেশি অভিজ্ঞ ইশান্ত শর্মার। টেস্ট ক্রিকেট পেসার হিসেবে ১০০-র বেশি ম্যাচ খেলেছেনন ইশান্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝড়াতে প্রস্তুত ডান হাতি তারকা পেসার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos