শাহিন- শাদাবের বিরাট বন্দনা-
শুধু বাবর আজম নয়, পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও বারবার বিরাট কোহলির প্রশংসা করে তার উপর প্রকারন্তরে চাপ সৃষ্টির চেষ্টা করছেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কারণ শাদাব খান বলেছেন,তিনি চান যে কোহলি যাতে এশিয়া কাপেই সেঞ্চুরি পান। তবে সেটা পাকিস্তানের বিরুদ্ধে নয়। শাহিন আফ্রিদি বলেছেন, 'তুমি ফর্ম ফিরে পাও, সেই দোয়া করছি।' ফলে এটা পাক দলের পরিকল্পাও হতে পারে।