নেই পুজারা-রাহানে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, দেখুন এক ঝলকে

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার পর এবার টেস্ট সিরিজেও জয় দিয়ে শুরু করাই লক্ষ্য রোহিত শর্মার (Rohit Sharma) দলের। লড়াই দিতে প্রস্তুত দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দলও। মোহালি টেস্ট (Mohali Test) বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট কেরিয়ারের শততম টেস্ট । ফলে এই ম্য়াচ ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্য়ে উন্মাদনা তুঙ্গে। প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে, দেখে নিন এক নজরে। 

Sudip Paul | Published : Mar 3, 2022 2:31 PM
111
নেই পুজারা-রাহানে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, দেখুন এক ঝলকে

রোহিত শর্মা-
মোহালি টেস্ট রোহিত শর্মার কেরিয়ারের নতুন শুরু হতে চলেছে। কারণ ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে এটিই হতে চলেছে রোহিত শর্মার প্রথম ম্য়াচ। একইসঙ্গে মোহালিতে ব্য়াট হাতে ওপেনিংয়ের দায়িত্বে দেখা যাবে হিটম্যানকে। ফলে ব্য়াট হাতেও বাড়তি দায়িত্ব নিতে হবে রোহিতকে।
 

211

মায়াঙ্ক আগরওয়াল-
কেএল রাহুল দলে না থাকায় ভারতীয় দলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ইনিংসের শুরু করবেন মায়াঙ্ক আগরওয়াল। দেশের মাটিতে শেষ টেস্ট সিরিজে নিউজিল্য়ান্ডের বিরদ্ধে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। দক্ষিণ আফ্রিকা সফরে তার ফর্ম ওঠা-নামা করেছে। ঘরের মাঠে ফের একবার বড় রান করতে মুখিয়ে রয়েছে।
 

311

বিরাট কোহলি-
মোহালি টেস্ট বিরাট কোহলির কেরিয়ারে অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে। এই ম্য়াচ তার কেরিয়ারের শততম টেস্ট ম্য়াচ। শততম ম্য়াচ ব্য়াট হাতে শতরান করতে মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেঞ্চুরি দেখার অপেক্ষায় বিরাট ভক্তরাও।

411

শ্রেয়স আইয়র-
দলের মিডল অর্ডারে পুজারা-রাহানে না থাকায় সেই জায়গায় দলে সুযোগ পাওয়া নিশ্চিৎ শ্রেয়স আইয়রের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ টেস্টে সেঞ্চুরি করেছিলেন শ্রেয়স। এবার ফের একবার বড় রান করে দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য শ্রেয়স আইয়রের।

511

ঋষভ পন্থ-
টি২০ সিরিজে ভারতীয় দল থেকে বিশ্রাম নিয়েছিলেন ঋষভ পন্থ। টেস্ট সিরিজে দলে ফিরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে শেষের দিকে ব্য়াট হাতে ছন্দে পাওয়া গিয়েছিল পন্থকে। দেশের মাটিতে সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্য়ানের।

611

হনুমা বিহারী-
অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পুজারা না থাকায় ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডারে হনুমা বিহারীর জায়গা পাওয়া কার্যত নিশ্চিৎ। বড় স্কোর করে দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য হনুমা বিহারীর। 

711

রবীন্দ্র জাদেজা-
চোট সারিয়ে ভারতীয় দলে টি২০ সিরিজে কামব্য়াক করেছেন তারকা স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দলে ফিরেই নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন জাড্ডু। এবার টেস্ট সিরিজে দলে ফিরছেন তিনি। ব্য়াটে-বলে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন জাড্ডু।

811

রবিচন্দ্রন অশ্বিন-
দেশের মাটিতে ভারতীয় স্পিন অ্যাটাককে নেতৃত্ব দেবেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় উইকেটে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অশ্বিন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্য়াট হাতে দলের প্রয়োজনে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।
 

911

জসপ্রীত বুমরা-
ভারতীয় দলের পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। একইসঙ্গে দলের সহ অধিনায়কত্বের দায়িত্বও রয়েছে তার কাঁধে। দক্ষিণ আফ্রিকা সফরেও ৩ টেস্ট ১২ উইকেট নিয়ছিলেন বুম-বুম। ঘরের মাটিতে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।

1011

মহম্মদ শামি-
দক্ষিণ আফ্রিকা সিরিজে ৩ ম্য়াচে ১৪ উইকেট নিয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন মহম্মদ শামি। তারপর লম্বা বিশ্রামের পর ভারতীয় দলে ফিরছেন তারকা পেসার। ঘরের মাঠে ফের একবার নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন শামি।

1111

মহম্মদ সিরাজ-
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের তৃতীয় পেসার হিসেবে জায়গা পেতে পারেন মহম্মদ সিরাজ। ইশান্ত শর্মা না থাকায় তার জায়গা পাওয়াটা প্রা নিশ্চিৎ। এর আগেও সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন সিরাজ। ফের একবা সেরাটা দেওয়াই লক্ষ্য সিরাজের। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos