পৃথ্বীর ব্যাটিং দেখে বিশেষ বার্তা অভিনেত্রী প্রাচী সিংয়ের, বাতাসে প্রেমের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কার্যত একতরফাভাবে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার দেওয়া ২৬২ রানের টার্গেট ৩৬.৪ ওভারইঈ চেজ করে ফেলে শিখর ধওয়ানের দল। ম্যাচে ধওয়ান ৮৬, ইশান কিশাণ ৫৯ ও পৃথ্বি শ ৩৪, মণীশ পাণ্ডে ২৬ ও সূর্যকুমার যাদব ৩১ রানের ইনিংস খেলেন। কিন্তু দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে ওপেনিংয়ে ২৩ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন পৃথ্বি শ। ব্যাট হাতে পৃথ্বির ক্লাসিক তাণ্ডব শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। বিশেষ বার্তা দিয়েছে পৃথ্বীর বান্ধবী অভিনেত্রী প্রাচী সিং। যা ভাইরাল নেট দুনিয়া। 

Sudip Paul | Published : Jul 19, 2021 1:54 PM IST
114
পৃথ্বীর ব্যাটিং দেখে বিশেষ বার্তা অভিনেত্রী প্রাচী সিংয়ের, বাতাসে প্রেমের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ৯টি চোখ ধাঁধানো চার মারেন পৃথ্বী শ। ম্যাচের ভিত গড়ে দেওয়ার কারণেই তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।
 

214
পৃথ্বির এই পারফরমেন্স দেখে সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের বার্তার পাশাপাশি বিশেষ বার্তা দিয়েছেন তার বান্ধবী প্রাচী সিং।
314
ইনস্টাস্টোরিতে প্রাচী লিখেছেন,'আমি তোমার জন্য গর্বিত'। সঙ্গে একটি লাভ সাইনের ইমোজিও দিয়েছেন। যা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
414

অভিনেত্রী প্রাচীর সিংয়ের সঙ্গে পৃথ্বী শয়ের প্রেমের গুঞ্জন নতুন নয়। আরব আমিরশাহিতে ২০১৯ আইপিএল থেকে তা প্রচারে আসে।

514

পৃথ্বী ও প্রাচী সোশ্যাল মিডিয়া তাদের পোস্টে একাধিক কমেন্ট করেন। চলে ফ্লার্টও। 
 

614

কমেন্ট বক্সেই তাদের একাধিক কমেন্ট যে অন্য ইঙ্গিত দিচ্ছে তা পরিষ্কার নেটাগরিকদের কাছে।

714

দীর্ঘক্ষণ চ্যাটেও কথা বলেন প্রাচী সিং ও পৃথ্বী শ। ২০১৯ আইপিএলের সময় প্রাচী সিং তো সরাসরি পোস্টে লিখেছেন পৃথ্বী শ-র হাসি মিস করছেন তিনি। 

814

বলিউডের হিন্দি মেগা সিরিয়ালে অভিনয় করেন প্রাচী সিং। হিন্দি সিনেমাতেও কাজ করার কথা চলছে তার। 
 

914

অভিনয়কেই নিজের কেরিয়ার বানাতে চান প্রাচী। মেগা সিরিয়ালের পাশাপাশি খু শীঘ্রই সিনেমাতেও কাজ করতে চলেছেন তিনি।
 

1014

অভিনয় জগতে খুব অল্প সময়েই নাম করেছেন প্রাচী। এর পাশাপাশি মডেলিং জগতেও বেশ নাম রয়েছে প্রাচী সিংয়ের।
 

1114

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় প্রাচী। নিজের একাধিক বোল্ড ছবি ও ডান্সের ভিডিও শেয়ার করেন তিনি।
 

1214

তার ফলোয়ারের সংখ্যাও খুব একটা কম নয়। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারের পরপরই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
 

1314

বর্তমানে পৃথ্বী শ ও প্রাচী সিংয়ের মধ্য়ে যে সম্পর্ক নিয়ে তোলপার নেট দুনিয়া। 
 मीडिया अकाउंट पर बेली डांसिंग के बहुत से वीडियोज पोस्ट हैं जिन्हें फैंस काफी पसंद करते हैं।

1414

এখন সকলের অপেক্ষা ক্রিকেটার ও অভিনেত্রী কবে প্রকাশ্যে স্বীকার করেন তাদের সম্পর্কের কথা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos