ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ভারতীয় দলে একাধিক চমক, দেখে নিন সম্ভাব্য একাদশ

একদিনের ক্রিকেটে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens)প্রথম টি২০ ম্য়াচের আগে চোট সমস্যায় জেরবার টিম ইন্ডিয়া (Team India)। দলের প্রথম একাদশে হতে পারে একাধিক পরিবর্তন। দেখে নিন কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে কেমন হতে পারে রোহিত শর্মাব্রিগেডের প্রথম একাদশ।

Sudip Paul | Published : Feb 15, 2022 7:33 PM
111
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ভারতীয় দলে একাধিক চমক, দেখে নিন সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা-
ইডেনে প্রথম টি২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করে দলের হয়ে ভালো শুরু করাই লক্ষ্য রোহিত শর্মার। কেএল রাহুল অনুপস্থিতিতে তাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়ে প্রথম ম্য়াচে জয় এনে দেওয়া লক্ষ্য হিটম্য়ানের।
 

211

রুতুরাজ গায়কোয়াড়-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে ইশান কিশান থাকলেও প্রথম টি২০ ম্য়াচে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি রুতুরাজ গায়কোয়াড়। সুযোগ পেলে বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছে তরুণ ডান হাতি ব্য়াটসম্য়ান।

311

বিরাট কোহলি-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ৩ ম্য়াচে ২৬ রান করেছিলেন বিরাট কোহলি। টি২০ সিরিজে রানে ফিরতে মরিয়া তিনি। অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন বিরাট। তার রানে ফেরার বিষয়ে আশাবীদী কোচ থেকে অধিনায়ক সকলেই।

411

সূর্যকুমার যাদব-
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছন্দে ছিলেন মিডল অর্ডার ব্য়াটসম্য়ান সূর্যকুমার যাদব। ইডেনে প্রথম একদিনের ম্য়াচে তার সুযোগ পাওয়ার নিশ্চিৎ। মিডল দলের অন্যতম ভরসা তিনি।

511

ঋষভ পন্থ-
কেএল রাহুলের অনুপস্থিতিতে পদন্নোতি হয়েছে ঋষভ পন্থের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তিনি। সঙ্গে ব্য়াট হাতে জ্বলে ওঠার জন্যও মুখিয়ে রয়েছেন ঋষভ পন্থ।

611

কুলদীপ যাদব-
চোটের কারণে ওয়াশিংটন সুন্দর ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েছেন চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদব। অক্ষর প্য়াটেলও চোটের কারনে দলের বাইরে। ফলে কুলদীপ যাদবের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।

711

শার্দুল ঠাকুর-
দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পাওয়া নিশ্চিৎ শার্দুল ঠাকুরের। টি২০ ক্রিকেট তার বলের মিশ্রন দলের কাছে বড় হাতিয়ার। এছাড়াও প্রয়োজনের সময় একাধিকবার ব্য়াট হাতেও দলকে রক্ষা করেছেন শার্দুল।

811

দীপক চাহার-
নতুন বলে ভারতীয় পেস অ্য়াটাকের অন্যতম সেরা ভরসা দীপক চাহার। বল দুদিকেই সুইং করাতে পারেন তিনি। নতুন বলে দলকে সাফল্যও এনে দেন দীপক চাহার। প্রয়োজনে ব্য়াট হাতেও একাদিক উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন তিনি। 
 

911

ভুবনেশ্বর কুমার-
তার বলের ধার আগের থেকে অনেকটা কমলেও নতুন বলে ভারতীয় দলের অন্যতম বড় ভরসার নাম ভবনেশ্বর কুমার। সাম্প্রতিক সময়ে তার পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠলেও, নিজেকে প্রমাণ করতে মরিয়া ভুবি।

1011

যুজবেন্দ্র চাহল-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অনবদ্য বোলিং করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তাকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে ক্য়ারেবিয়ানদের। টি২০ সিরিজেও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া তিনি।
 

1111

হার্শল প্য়াটেল-
দলে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন হার্শল প্য়াটেল। টি২০ ক্রিকেটে ডেথ ওভারে তার স্লোয়ার কতটা কার্যকরী তা প্রমাণিত হয়েছে আইপিএলে। ভারতীয় দলেও সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন। আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন হার্শল। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos