প্রথম একদিনের ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শনিবার হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখমুখি হবে রেগিস চাকাবাভা (Regis Chakabva) ও কেএল রাহুলের (KL Rahul)দল। প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। একই একাদশ ধরে রাখবে দল না আরও বেশি করে সুযোগ দেওয়া হবে তরুণদের। এক ঝলকে দেখে নিন জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ (Probable Plaaying 11 of India)।
শিখর ধওয়ান-
জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্য়াট হাতে ওপেন করে নেমে অনবদ্য ইনিংস খেলেন শিখর ধওয়ান। ৮১ রানে ঠান্ডা মাথার ইনিংস উপহার দেন তিনি। দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে ফের বড় রান করার বিষয়ে আত্মবিশ্বাসী শিখর ধওয়ান।
211
শুবমান গিল-
ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ফর্মে ব্যাটিং করছিলেন শুবমান গিল, জিম্বাবোয়ে সফরেও সেই একই ফর্ম ধরে রেখেছেন তিনি। প্রথম ম্যাচে দলের ১০ উইকেটে জয়ে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন গিল। দ্বিতীয় ম্যাচেও বড় রান করাই লক্ষ্য তার।
311
কেএল রাহুল-
ভারতীয় দলের এই সিরিজে অধিনায়ক কেএল রাহুলের কাছে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ চোট সারিয়ে ও কোভিড মুক্ত হয়ে দলে ফিরছেন তিনি। প্রথম ম্যাচে ব্যাটিং করার প্রয়োজন হয়নি। দ্বিতীয় ম্যাচে সুযোগ এলে বড় রান করে এশিয়া কাপের আগে নিজের পুরোনো ছন্দে ফেরাই লক্ষ্য রাহুলের।
411
ইশান কিশান-
এশিয়া কাপে ভারতীয় দলে সুযো পাননি ইশান কিশান। তবে তা নিয়ে না ভেবে নিজে যে সুযোগুলি পাচ্ছেন তাতে রান করাই লক্ষ্য তরুণ ইশান কিশানের। প্রথম ম্যাচে ব্যাট হাতে ২২ গজে নামা হয়নি। দ্বিতীয় ম্যাচে বড় ইনিংস খেলাই লক্ষ্য ইশান কিশানের।
511
সঞ্জু স্যামসন-
এশিয়া কাপের দলে ডাক পাননি সঞ্জু স্যামসন। যা নিয়ে কিছুটা হতাশ রয়েছেন। তবে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে দলে থাকলেও ব্যাটে নামতে হয়নি। তৃতীয় ম্যাচে সুযোগ এলে আরও একবার নিজের সেরাটা দিয়ে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য সঞ্জু স্যামসন।
611
দীপক হুডা-
ভারতীয় দলের তরুণ হার্ড হিটার ব্যাসম্যান অল্প সময়েই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও রানের মধ্য়ে ছিলেন। এশিয়া কাপের দলেও রয়েছেন তিনি। জিম্বাবোয়ে সফরে নিজের ফর্ম ধরে রাখাই লক্ষ্য হুডার।
711
অক্ষর প্যাটেল--
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলেছেন অক্ষর প্যাটেল। ব্যাটিং না আসলেও বল হাতে ৩ উইকেট নিয়ে আরও একবার নিজের জাত চিনিয়েছেন অক্ষর প্যাটে। দ্বিতীয় ম্যাচেও সেরাটা দেওয়াই লক্ষ্য।
811
দীপক চাহার-
দীর্ঘ ৬ মাস পর চোট সারিয়ে দলে ফিরেই দুরন্ত পারফর্ম করেন দীপক চাহার। প্রথম একদিনের ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। নিজের পারফরমেন্স ধরে রেখে টি২০ বিশ্বকাপের দলে ফেরাই লক্ষ্য চাহারের।
911
মহম্মজ সিরাজ-
ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে নিয়মিত খেললেও সাদা বলের ক্রিকেটে খুব একটা নিয়মিত সুযোগ পেতেন না মহম্মদ সিরাজ। তবে শেষ কয়েকটি সিরিজ সুযোগ মেলায় তা লুফে নিয়েছে সিরাজ। জিম্বাবোয়ে সফরেও প্রথম ম্যাচে নিয়েছেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও উইকেট নিতে চান সিরাজ।
1011
প্রসিদ্ধ কৃষ্ণা-
সুইং ও বলে অতিরিক্ত বাউ্নস ভারতীয় দলের তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণার বড় অস্ত্র। সিনিয়র পেসাররা বিশ্রামে থাকায় নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে অনবদ্য বোলিং করেছেন। দ্বিতীয় ম্যাচেও সেটা ধরে রাখাই লক্ষ্য প্রসিদ্ধ কৃষ্ণার।
1111
কুলদীপ যাদব-
চোট সারিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চোট সারিয়ে দলে ফেরেম কুলদীপ যাদব। কোনও উইকেট না পেলেও আঁটোসাটো বোলিং করেন চায়মামযান স্পিনার। দ্বিতীয় ম্যাচে উইকেট নিতে ও নিজের ছন্দ ধরে রাখতে মরিা কুদীপ যাদব।