অপরদিকে, বুমরা, শামি, ইশান্ত, উমেশদের কার্যত হুঁশিয়ারী দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিগত কয়েকটি সিরিজে শট বলে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল তাকে। তাই এবার তিনি বলেছেন,'প্রতিপক্ষ দল যদি অতিরিক্ত শর্ট বল করে আমারলবিরুদ্ধে তার জন্য অমি তৈরি। আর তাতে অস্ট্রেলিয়ারই সুবিধে হবে। কারণ, টানা শর্ট বল করলে বোলারদের শরীরে অনেক ধকল পড়ে। যেটা তাদের খেলায় ছাপ ফেলতে বাধ্য।' যোগ করেন,'ক্রিকেট জীবনে অনেক শর্ট বল খেলতে হয়েছে আমাকে। কখনও সমস্যায় পড়েছি বলে তো মনে করতে পারছি না।'