আইপিএল শেষেই টিম ইন্ডিয়ায় বিয়ের সানাই, বুধে সাত পাকে বাঁধা পড়ছেন দীপক চাহার, জানুন বিয়ের যাবতীয় তথ্য

আইপিএল (IPL)শেষ হতেই ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team)বিয়ের সানাই। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট দল এবং চেন্নাই সুপার কিংসের (CSK) অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)। চোটের কারণে আইপিএলে একটি ম্য়াচও খেলতে পারেননি তিনি। তবে বুধবার নিজের বান্ধবী জয় ভরদ্বাজের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দীপক চাহার। জেনে নিন দীপক-জয়ার প্রেম কাহিনি ও বিয়ে নিয়ে যাবতী তথ্য। 
 

Sudip Paul | Published : May 31, 2022 3:39 PM IST
18
আইপিএল শেষেই টিম ইন্ডিয়ায় বিয়ের সানাই, বুধে সাত পাকে বাঁধা পড়ছেন দীপক চাহার, জানুন বিয়ের যাবতীয় তথ্য

টিম ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দীপক চাহার তার বাগদত্তা জয়া ভরদ্বাজকে পয়লা জুন, ২০২২-এ আগ্রায় বিয়ে করবেন। বিয়ের পর ৩ জুন দিল্লিতে হবে এই দম্পতির রিসেপশন। যেই খবর সামনে আসার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন।
 

28

আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ম্যাচের শেষে গ্যালারিতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন বান্ধবী জয়া ভরদ্বাজকে। এতদিন গ্যালারিতে দর্শকদের এমন কাণ্ড দেখেছেন অনেকেই। তবে ক্রিকেটার হিসেবে এমন কাণ্ড ঘটিয়ে সকলকে চমক দেন। 

38

স্বাভাবিকভাবেই চাহারের প্রস্তাবে সম্মতি জানান তাঁর বান্ধবী। দীপকের এমন বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরালও হয়েছিল।  আর এমন রোমান্টিকভাবে প্রস্তাব পেয়ে কারও পক্ষেই না বলাটা অসম্ভব। 

48

জানা গিয়েছিল চেন্নাই সুপার কিংস অধিনায়ক এমএস ধোনি পরামর্শ দিয়েছিলেন যে আইপিএল ২০২১-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার পর দীপক চাহার জয়া ভরদ্বাজকে প্রস্তাব দেওয়া উচিত। তবে ধোনি বলে দেননি স্টেডিয়ামে গিয়ে ফিল্মি কায়দায় ওই ভাবে প্রস্তাব দিতে। 
 

58

দীপক চাহার তার বান্ধবী জয়া ভরদ্বাজকে তার টিম ইন্ডিয়ার সতীর্থদের সাথে ২০২১ সালে পরিচয় করিয়ে দিয়েছিলেন। জয়া আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বের জন্য দুবাই ভ্রমণ করেছিলেন এবং গত বছর দীপক চাহারের সাথে দক্ষিণ আফ্রিকাতেও ভ্রমণ করেছিলেন।
 

68

জয়া ভরদ্বাজ মুম্বাই বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক এবং বর্তমানে একটি কর্পোরেট ফার্মে চাকরি করছেন। তিনি দিল্লির বাসিন্দা। জয়া ভরদ্বাজ বিগ বস  প্রতিযোগী সিদ্ধার্থ ভরদ্বাজের বোন। আইপিএল ২০২১-এ বাগদানের আগে জয়া এবং দীপক চাহার এক বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছেন।
 

78

সিএসকে অধিনায়ক এমএস ধোনি এবং স্ত্রী সাক্ষী, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং স্ত্রী আনুশকা শর্মা এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং স্ত্রী রিতিকা সাজদেহ বিয়েতে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
 

88

বিয়ের খবর সামনে আসার পর থেকেই শুভচ্ছার জোয়ারে ভাসছেন দীপক চাহার ও তার বন্ধবী জয়া ভরদ্বাজ। এবার পয়লা জুন বিয়ের সাজে কেমন দেখায় ভারতীয় তারকা ক্রিকেটার ও তার বান্ধবীকে তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos