২০০৮ সাল থেকেই সিএসকের অধিনায়কত্ব করছেন ধোনি। তাঁর নেতৃত্বে চেন্নাই, ২০১০, ২০১১ এবং ২০১৮ - তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১ সালে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ১৫ কোটি টাকা মহেন্দ্র সিং ধোনিকে দিয়েছিল সিএসকে। ২০২২ মরসুমে পধোনি পান ১২ কোটি টাকা। জাদেজাকে সবথেক বেশি টাকা দেওয়ার কথা ধোনিই বসেছিলেন।