এই এইট প্যাক চেহারা তৈরি করতে খাদ্য় তালিকায় কি কি পরিবর্তন করেছিলেন নবদীপ। সে প্রসঙ্গে জানিয়ছেন, হরিয়ানায় মূলত তেল মশলার খাবারের প্রচলনই বেশি। কিন্তু এখন আমার খাদ্যতালিকা সম্পূর্ণ অন্য রকম। প্রোটিন জাতীয় খাদ্যের মাত্রা বেড়েছে। এটা ফাঁস করব না, কী খাচ্ছি। তবে এইটুকু জেনে রাখুন, বাটার চিকেন, ছোলে-বাটোরে আপাতত সবই বন্ধ।