ভারতের তরুণ ব্যাটারদের মধ্যে সবথেকে প্রতিভাবান বলে মনে করা হয়, কেকেআর (Kolkata Knight Riders) ওপেনার শুবমন গিল-কে (Shubman Gill)। এতদিন তাঁকে হেয়ার স্টাইল নিয়ে বিশেষ মাথা ঘামাতে না দেখা গেলেও, এবার তিনি তাঁর ফ্যানদের বড় চমক দিয়েছেন। তরুণ নাইট চুলে প্রায় সামরিক ছাঁট দিয়েছেন বলা চলে। তবে সেই ছোট করে কাটা চুলের উপরের অংশে তিনি সোনালী রঙ করিয়েছেন।