দিন কয়েক আগে শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের শিখর ধাওয়ান তাঁর নতুন ইনিংস শুরু করতে পারেন পর ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের সঙ্গে। এখনও পর্যন্ত ভারতে দুই ক্রিকেটার বিবাহ করছেন এমনটা দেখা যায়নি। ইশার সঙ্গে স্টেডি পিলেশনশিপে থাকলেও, স্ম-তি মান্ধানার সঙ্গে পন্থের বিবাহ হলে, কেমন হবে? কমেন্ট করে জানান আমাদের।