আইপিএলে সিএসকের ম্যাচে প্রতিবছরই চিয়ার করতে দেখা যায় এমএস ধোনির স্ত্রী সাক্ষীকে। ধোনির মেয়ে জিভাও ছোট বেলা থেকে মাঠে যায় বাবার খেলা দেখতে। বিগত এক দশক ধরে সিএসকের সাফল্য-ব্যর্থতার বিভিন্ন মুহূর্তের সঙ্গী সাক্ষী। দলের বিভিন্ন সময়ে স্টেডিয়ামে বিভিন্ন অভিব্যক্তি দেখা গিয়েছে সাক্ষীর। চলুন এক ঝলকে দেখা নেওয়া যাক সেই সকল মুহূর্ত।