হিন্দিতে একটা প্রবাদ রয়েছে 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'। বাংলা বলে 'ভালবাসায় অন্ধ'। সত্যিই প্রেমে পড়লে মানুষ কি না করে। এমন কিছু উদাহরণ রয়েছে তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও। যেখানে বন্ধুর ঘর ভাঙতে দুবার ভাবেননি তার সতীর্থ। আজ আইপিএল ২০২১ ফাইনালের (IPL 2021 Final)প্রাক্কালে আপনাদের জানাবো কীবাবে প্রাক্তন কেকেআর (KKR)অধিনায়কের বউয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে তারপর 'বউদি'-কে বিয়ে করেছিলেন প্রাক্তন সিএসকে (CSK)তারকা।