১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন ৬ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু, তাদের আশা যে একেবারেই শেষ, তা বলা যাবে না। লিগে তাদের বাকি তিনটি ম্যাচ - কেকেআর, আরসিবি, সিএসকে। প্রথমত, তিনটি ম্যাচেই জেতা নিশ্চিত করতে হবে তাদের। দ্বিতীয়ত, তাদের আশা করতে হবে আরসিবি, এমআই এবং কেকেআর তাদের অবশিষ্ট ম্যাচগুলির মধ্যে অন্তত দুটি করে হারবে। তাও বড় ব্যবধানে।