আইয়ার কতদূর যেতে পারেন তা সময় বলবে। তবে, ক্রিকেট মহল ইতিমধ্যেই তাঁকে নিয়ে মুগ্ধ। মহম্মদ সিরাজ এবং কাইল জেমিসনের মতো বোলারদের সামনে তিনি যে শান্ত এবং ছন্দময় খেলা খেলেছেন, তা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এবং মনোজ তিওয়ারির চোখ টেনেছে। পাঠান বলেছেন তার ব্যাটিং স্টাইলের কথা। আর মনোজ বলেছেন, আইয়ারের মধ্য়ে হার্দিক পান্ডিয়ার মতো ভারতের জন্য একজন প্রকৃত ফাস্ট-বোলিং অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।