এই গাড়িটি বিক্রি করে দিয়েও বিরাটের কাছে একাধিক বিলাস বহুল গাড়ি রয়েছে। সেগুলি হল কার্ব ওয়েইট, সিঙ্গল ইঞ্জিনের অডি আরএস৫, অডি আর৮ ভি টেনপ্লাস গাড়িও ছিল বিরাটের। তবে তিনি সেটিও বেক্রি করে দিয়েছেন। ৩ লিটার টিডিআই ডিসেল ইঞ্জিনের ক্রেররা হোয়াইট অডি কিউ৭, গাড়িটি তিনি ২০১৭ সালে কেনেন বলে জানা গিয়েছে। বিরাট নিজে অডি ব্র্যান্ড অম্ব্যাসেডর।