বাংলা
Cricket
আইপিএলের আগে রঙের উৎসবে মাতল কেকেআর, সকলকে জানাল হোলির শুভেচ্ছা
Sudip Paul
Published : Mar 29, 2021, 01:20 PM IST
৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। ১১ তারিখ প্রথম ম্যাচে মাঠে নামছে তিলোত্তমার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স। তার আগে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। এবার হোলির উৎসবে মাতলেন নাইট তারকারা। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
PREV
NEXT
1
10
দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। পিছিয়ে নেই ক্রীড়া তারকারা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরও মাতল।
Subscribe to get breaking news alerts
Subscribe
2
10
সোশ্যাল মিডিয়ায় সকলকে হোলির শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স।
3
10
নিজেদের মধ্যে আবির খেলায় মাতেন কিং খানের দলের প্লেয়াররা।
4
10
নিজেদের মধ্যে রং খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় কেকেআর তরফ থেকে।
5
10
ছবিতেই স্পষ্ট যে নিজেদের মধ্যে আবির খেলা চুটিয়ে উপভোগ করেছেন নাইট তারকারা।
6
10
বিশেষ করে বিদেশি প্লেয়াররাও খুবই উপভোগ করে হোলি উৎসব। ভারতীয় সংস্কৃতিকে আপন করে নেয় তারা।
7
10
তবে করোনার কারণে একেবারেই বাইরে বেরোননি কেকেআরের তারকারা। সম্পূর্ণ নিজেদের মধ্যেই রং খেলায় মাতেন তারা।
8
10
করোনা বিধি মেনে, হোটেলের বায়ো বাবলের মধ্যেই আনন্দ উৎসবে মাতেন সকলে।
9
10
এছাড়া মিষ্টিমুখ করেন নাইট তারকারা। সকলকে হোলি শুভেচ্ছাও জানিয়েছেন সকলেই।
10
10
আগামি ১১ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচ কেকেআরের। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
GN
Follow Us
SP
About the Author
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Read More...
Download App
Read Full Gallery
click me!
Recommended Stories
Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল