কেকেআর অধিনায়কের স্ত্রী বর্তমানে লন্ডনের বারবেরিতে মার্কেটিং কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেন। তবে তার আগে তিনি ছিলেন প্যারাডাইস ফ্যাশন ট্রেন্ডসের পার্টটাইম মডেল। তাঁর বেড়ে ওঠা অবশ্য অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে, এক অজজি রাজনীতিবিদের মেয়ে তিনি। ২০১০ সালে সেখানকারই এক বারে প্রথম দেখা হয়েছিল দুজনের। মর্গান ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ খেলতে গিয়েছিলেন।