আইপিএল নিলামে এমন এক প্লেয়ারকে দলে নিল ধোনির সিএসকে, হাততালি দিয়ে সম্মান জানাল অন্য ৭ ফ্র্যাঞ্চাইজি

সাত বছর ধরে আইপিএলের মঞ্চে ব্রাত্য ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটার হিসেবেই তকমা জুটে গিয়েছিল তার। অবশেষে ফের ভারতের কোটিপতি লিগে প্রত্যাবর্তন ঘটল চেতেশ্বর পুজারার। ধোনির চেন্নাই সুপার কিংসে খেলতে দেখা যাবে ভারতের নতুন মিস্টার ডিপেন্ডেবলকে। 
 

Sudip Paul | Published : Feb 19, 2021 12:10 PM / Updated: Feb 20 2021, 12:16 PM IST
18
আইপিএল নিলামে এমন এক প্লেয়ারকে দলে নিল ধোনির সিএসকে, হাততালি দিয়ে সম্মান জানাল অন্য ৭ ফ্র্যাঞ্চাইজি

ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের স্তম্ভ চেতশ্বর পুজারা। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্ট অজি পেস অ্যাটাকের ১৪টিরও বেশি আগাত সহ্য করে দাঁড়িয়েছিলেন তিনি। তারপর তাকে সত্যিকারের যোদ্ধা  আখ্যা দিয়েছিলেন খোদ ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
 

28

এবার নিজেকে আরও একবার প্রমাণ করার যুদ্ধ পুজারার কাছে। যা কঠিন হলেও, হার মানতে নারাজ তিনি। সম্পূর্ণ ভিন্ন ঘরানার টি২০ ক্রিকেটে নিজের জাত চেনাতে মরিয়া পুজারা।

38

অস্ট্রেলিয়া সফরে দুরন্ত পারফরমেন্স করার পর  আইপিএল নিলামে নিজের নাম রেখেছিলেন পুজারা। বিগত ৬ বছর ধরে কোনও আইপিএল দলই তাকে নিতে ভরসা দেখায়নি। টেস্ট ব্যাটসম্য়ানের তকমা সেটে দেওয়া হয়েছিল তার গায়ে।
 

48

তবে এবার আইপিএল নিলামে পুজারাকে দলে নিল এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। ব্রেস প্রাইস ৫০ লক্ষ টাকায় পূজারাকে কিনল সিএসকে৷ অর্থাৎ ২০২১ আইপিএলে ধোনির দলের হলুদ জার্সিতে দেখা যাবে পূজারাকে৷
 

58

আগে পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন সৌরাষ্ট্রের এই ডানহাতি ব্যাটসম্যান৷ এখনও পর্যন্ত আইপিএলে ৩০টি ম্যাচে ৩৯০ রান করেছেন৷
 

68

টি-২০ ফর্ম্যাটে তাঁর গড ৩০৷ স্ট্রাইক-রেট ১০৯.৯৷ একটি সেঞ্চুরিও রয়েছে৷ ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে ৬১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পূজারা৷
 

78

তবে বৃহস্পতিবার যখন পুজারার নাম ওঠে নিলামে তখন সিএসকে একমাত্র দল হিসেবে তাকে দলে নেয়। তবে পুজারাকে সিএসকে নেওয়ার পর হাততালি দিয়ে সম্মান জানান অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা। কোনও প্লেয়ার ও ফ্র্যাঞ্চাইজিকে সম্মান জনানোর এমন মুহূর্ত সত্যিই বিরল।
 

88

দীর্ঘ সাত বছর পর আইপিএলের আঙিনায় ফিরছেন 'পুজি'। আইপিএল দল পেয়ে খুশির কথা জানিয়েছেন নিজেও। এবার আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন চেতেশ্বর পুজারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos