সামনেই আইপিএল ২০২১, তার আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তেওয়াটিয়া

আইপিএল ২০২১-এর আগে একের পর এক সুখবর দিচ্ছেন রাজস্থান রয়্যালসের প্লেয়াররা। মঙ্গলবার দিন বিয়ে করেছিলেন তারকা পেসার জয়দেব উনাদকাট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ে গতিতে। এবার বাগদান সারলেন রয়্যালসদের তারকা অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া।
 

Sudip Paul | Published : Feb 4, 2021 6:02 PM IST
18
সামনেই আইপিএল ২০২১, তার আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তেওয়াটিয়া

২০২০ আইপিএলের অন্যতম সেরা খোঁজ যে সকল প্লেয়াররা তাদের মধ্যে অন্যতম হলেন রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া। 
 

28

পঞ্চজাবের বিরুদ্ধে এক সময় মন্থর গতিতে খেলা শুরু করেও শেষে যে ঝড় তুলেছিলেন শেলডন কটরেলকে এক ওভারে ৫টি ছয় মেরে, তা এখনও সকলের মণিকোঠায়। তেওয়াটিয়ার ঝড়ো অর্শতরানের সৌজন্যে ২২৩ রান তাড়া করে ম্যাচ জিতেছিল রাজস্থান।
 

38

এবার ২০২১ আইপিএলের আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন রাহুল তেওয়াটিয়া।বাগদান সেরে ফেললেন দীর্ঘ দিনের বান্ধবী রিধির সঙ্গে।

48

তেওয়াটিয়া সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদানের ছবিও শেয়ার করেছেন। যেই ছবি ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। পছন্দ করেছেন তেওয়াটিয়া ভক্তরা।

58

তেওয়াটিয়া ট্যুইটারে বাগদানের ছবি শেয়ার করে মনের ভালোবাসা ও আবেগ বোঝানোর জন্য কোনও শব্দ খরচ করেননি।

68

রাজস্থান রয়্যালস তারকা ৩.২.২০২১ তারিখের পাশে একটি আঙটি ও লাভ সাইনের ইমোজিতেই বুঝিয়ে দেন বাগদানের কথা।
 

78

তারকা অল-রাউন্ডারের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জয়ন্ত যাদব ও কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা। 
 

88

সামনেই আসছে আইপিএলের আরও একটি মরসুম। সেখানে নিজেকে আরও একবার প্রমাণ করাই এখন লক্ষ্য তেওয়াটিয়ার। 

Share this Photo Gallery
click me!

Latest Videos