IPL 2021, মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, টি২০ ক্রিকেটে কোহলি গড়লেন বিরাট বিশ্বরেকর্ড

Published : Sep 26, 2021, 09:01 PM ISTUpdated : Sep 26, 2021, 09:17 PM IST

বিরাট কোহলির ফর্মে না থাকা ও অধিনায়কত্ব ছাড়া নিয়ে চর্চায় ছিলেন ভারত তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে অনন্য রেকর্ড গড়লেন ভিকে। বিশ্বরেকর্ড গড়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কোহলি।  

PREV
110
IPL 2021, মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, টি২০ ক্রিকেটে কোহলি গড়লেন বিরাট বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেট তার ব্যাটে প্রায় ২ বছর ধরে নেই কোনও সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে ওঠা-নামা করেছে ফর্ম। তারমধ্যে ভারতীয় টি২০ দল ও আরসিবির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় চর্চায় রয়েছেন বিরাট কোহলি। 

210

আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে মরুদেশে প্রথম ম্য়াচে রান আসেনি বিরাটের ব্য়াটে। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করলেও, পরপর দুটি ম্য়াচে হারতে হয়েছে আরসিবিকে। তবে তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরুতেই অনন্য নজির গড়লেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

310

রবিবারের মেগা ম্য়াচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ব্য়াট হাতে ওপেন করতে নেমে প্রথম থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন বিরাট কোহলি। একের পর এক আক্রমণাত্মক শট খেলতে থাকেন।

410

ছক্কা হাঁকান জসপ্রীত বুমরা, অ্যাডাম মিলনেদের বিশাল বিশাল ছক্কা হাঁকান বিরাট কোহলি। একইসঙ্গে সব ধরনের টি২০ ক্রিকেট মিলিয়ে ১০ হাজার রানের মাইল স্টোনের গণ্ডী ছুঁলেন আরসিবি অধিনায়ক। 

510

চতুর্থ ওভারে বুমরার তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে টি-২০ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন বিরাট কোহলি। ম্য়াচে অর্ধশতরান করেন তিনি। অনন্য মাইল স্টোন গড়ার পর বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন তার ফ্যানেরা।

610

প্রথম ভারতীয় ব্য়াটসম্য়ান হিসেবে টি২০ ক্রিকেটে ১০ হাজার রান করার নজির গড়লেন বিরাট কোহলি। রেকর্ড গড়ার পর তার ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় অধিনায়ককে।
 

710

টি২০ ক্রিকেট ক্রিকেট সর্বোচ্চ রান করার তালিকা প্রথমে রয়েছে আরসিবিতে বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ ক্রিস গেইল। ৪৪৬ ম্য়াচে ১৪ হাজার ২৬১ রান করেছেন গেইল। তাতে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৭টি হাফ সেঞ্চুরি।
 

810

দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস গেইলের জাতীয় দলের অধিনায়ক কায়রন পোলার্ড। ৫৬১ ম্য়াচে ১১, ১৫৯ রান করেছেন ক্যারেবিয়ান অধিনায়ক। রয়েছে একটি সেঞ্চুরি ৫৬টি হাফ সেঞ্চুরি।
 

910

তালিকায় রয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নারও। শোয়েব মালিকের রান ১০,৮০৮।  অস্ট্রেলিয়ার তারকা ব্য়াটসম্য়ান ডেভিড ওয়ার্নারের রান ১০,০১৭। 
 

1010

বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন ভারত অধিনায়ক ও আরসিনি অধিনায়ক বিরাট কোহলি। রেকর্ড গড়ার পাশাপাশি মোট রানের নিপিখে তালিকায় চতুর্থ স্থানেও উঠে এসেছেন বিরাট কোহলি।

click me!

Recommended Stories