বিশেষ করে সামনে এমআই-কে দেখলে যেন বেশি করে জ্বলে ওঠেন হর্ষল। ৯ এপ্রিল, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম পর্বের খেলায় তিনি ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছিলেন। । মূলত তাঁর বোলিং দাপটেই এমআই-কে ১৫৯ রানে আটকে দিয়ে, ম্যাচটি সহজেই জিতে নিয়েছিল আরসিবি। আর রবিবার রাতে এমআই-এর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি।