আইপিএলের ইতিহাসে সেরা ১০ কোটিপতি কোন প্লেয়াররা, দেখে নিন তালিকা

১৩ পেরিয়ে ১৪ তম  মরসুম। আইপিএলের ইতিহাসে স্টার ক্রিকেটারদের পেছনে টাকা উড়েছে প্রথম মরসুম থেকেই। যার কারণেই অনেকেই আইপিএলকে ভারতের কোটিপতি লিগ বলে আখ্যা দিয়েছে। ১৮ ফেব্রুয়ারি আইপিএল ২০২১ মরসুমের মিনি নিলাম হলেও, প্লেয়ার কেনায় ভাঙল একাধিক রেকর্ড। ভেঙে গিয়েছে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের রেকর্ডও। যেই রেকর্ড এতদিন ছিল যুবরাজের দখলে, এবার সেই জায়গায় নিজের নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএলের ১৪ তম মরসুম শুরু হওয়ার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্য়ায়বহুল প্লেয়ারের তালিকা।

Sudip Paul | Published : Feb 19, 2021 1:14 PM IST

110
আইপিএলের ইতিহাসে সেরা ১০ কোটিপতি কোন প্লেয়াররা, দেখে নিন তালিকা

নাম- ক্রিস মরিস
সাল- ২০২১
দল- রাজস্থান রয়্যালস
টাকা- ১৬.২৫ কোটি

210

নাম- যুবরাজ সিং
সাল- ২০১৫
দল- দিল্লি ডেয়ার ডেভিলস
টাকা- ১৬ কোটি

310

নাম- প্যাট কামিন্স
সাল- ২০২০
দল- কলকাতা নাইট রাইডার্স
টাকা- ১৫.৫ কোটি

410

নাম- কাইল জেমিসন
সাল- ২০২১
দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর
টাকা- ১৫ কোটি

510

নাম- বেন স্টোকস
সাল- ২০১৭
দল- রাইসিং পুণে সুপার জায়েন্ট
টাকা- ১৪.৫ কোটি

610

নাম- গ্লেন ম্যাক্সওয়েল 
সাল- ২০২১
দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর
টাকা- ১৪.২৫ কোটি

710

নাম- ঝাই রিডার্ডসন
সাল- ২০২১
দল- পঞ্জাব কিংস
টাকা- ১৪ কোটি

810

নাম- যুবরাজ সিং
সাল- ২০১৪
দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর
টাকা- ১৪ কোটি
 

910

নাম- দীনেশ কার্তিক
সাল- ২০১৪
দল- দিল্লি ডেয়ার ডেভিলস
টাকা- ১২.৫ কোটি
 

1010

নাম- জয়দেব উনাদকাট
সাল- ২০১৭
দল- রাজস্থান রয়্যালস
টাকা- ১১.৫ কোটি
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos