সিএসকে (CSK) অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni) ফিটনেসের ক্ষেত্রে সচেতন। ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করা ছাড়াও খাওয়ার ক্ষেত্রেও তার অনেক নিয়ন্ত্রণ করে চলেন। কিন্তু ধোনি যখন ডায়েটের বাইররে খাওয়া দাওয়া করেন তখন, তিনি বাটা চিকেন-নান, কাবাব, চিকেন টিক্কা, পিজ্জা খেতে ভালোবাসেন।