মরুদেশে (UAE) আইপিএল ২০২১-এ (IPL 2021) প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ। টানা ম্যাচের কারণে ক্রিকেট নিয়ই ব্যস্ত প্রতিটি দলের ক্রিকেটাররা। কিন্তু আইপিএল তারকাদের স্ত্রী থেকে প্রেমিকারা স্বামীদের অজান্তে কী করেন তা জানার কৌতুহল রয়েছে সকলের মধ্যেই। চলুন ছবিতে জানা যাক বিরাট কোহলি (Virat Kohli) থেকে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) স্ত্রী ও প্রেমিকারা কী করেন তাদের আড়ালে ।