পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই প্রতি খেলোয়াড় ধরে রাখার জন্য বেতন বাবদ ৯০ কোটি টাকার পার্স থেকে কত করে কমবে, তা নির্ধারণের জন্য চারটি পৃথক স্ল্যাব তৈরি করেছে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, 'স্ল্যাব ১' অর্থাৎ চারজন ক্রিকেটারকে ধরে রাখার খরচ ৪২ কোটি টাকা। 'স্ল্যাব ২' অর্থাৎ, তিনজনকে ধরে রাখলে ৯০ কোটি টাকার পার্স থেকে কমবে ৩৩ কোটি টাকা। 'স্ল্যাব ৩' অর্থাৎ দুইজনকে ধরে রাখলে কেটে নেওয়া হবে ২৪ কোটি টাকা। আর 'স্ল্যাব ৪' বা একজন মাত্র ক্রিকেটারকে রেখে দিতে চাইলে, তার জন্য বাদ দিতে হবে ১৪ কোটি টাকা।