কাপিং থেরাপি কি-
কাপিং থেরাপি একটি প্রাচীন চীনা ওষুধের বিকল্প, যা হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। মাঝে এর ব্যবহার কমে গেলেও বর্তমানে এর জনপ্রিয়তা বৃ্দ্ধি পেয়েছে। এতে শরীরে কাপের মাধ্যমে ভ্যাকুয়াম তৈরি করে দূষিত রক্ত কাপগুলির ভিতরে চলে আসে। যা শরীরের ব্যাথা কমায়, ফোলা কমায়, রক্ত প্রবাহ ঠিক রাখে, আরাম ও শরীরে ঔজ্জ্বল্য প্রদান করে।