সম্প্রতি, আইসিসি ব়্যাঙ্কিং-এ ১ নম্বর টেস্ট অলরাউন্ডার (No. 1 Test all-rounder in ICC Rankings) হয়েছেন জাদেজা। আদতে গুজরাটের বাসিন্দা হলেও, তাঁর শরীরে বইছে রাজপুত (Rajput) রক্ত। আর সেটা তাঁর ক্রিকেট মাঠে শতরান করে তলোয়াড় চালানোর মতো করে ব্যাট ঘোড়ানো হোক, কিংবা বসার ঘরের উত্কৃষ্ট মানের সোফা - সব ক্ষেত্রেই প্রকাশ পায়।