শেন বন্ড-
ক্রিকেট ইতহাসে সবথেকে জোরে বোলারের তালিকায় ১০ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার শেন বন্ড। তার আগুনে বলের কথা আমাদের সকলেরই জানা। কেরিয়ার খুব দীর্ঘ না হলেও তিনি যথেষ্ট ভীতি তৈরি করেছিলেন ব্যাটসম্যানদের মনে। দ্রুত গতি বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। কিউইদের অন্যতম ম্য়াচ উইনার ছিলেন তিনি। শেন বন্ড ২০০৩ বিশ্বকাপে ১৫৬.৬ কিলোমিটার গতিতে বল করেছিলেন।